ভোটের প্রচারে গিয়ে শিশুদের সঙ্গে মজা করলেন মোদী, দেখুন ভিডিও

কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মঙ্গলবার শিশুদের সঙ্গে সময় কাটালেন মোদী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
নবভ

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটক সফরে গিয়ে মঙ্গলবার কালবুর্গিতে শিশুদের সঙ্গে হালকা আলাপচারিতা করেন। কালবুর্গিতে একটি মেগা রোড শো করেন প্রধানমন্ত্রী। রোড শোয়ের আগে প্রধানমন্ত্রী মোদী একদল শিশুকে তাঁর জন্য উল্লাস করতে দেখে তাদের কাছে যান এবং একটি মনোরম কথোপকথন করেন। 

প্রধানমন্ত্রী তাঁদের জিজ্ঞেস করেন, তাঁরা পড়াশোনা করেন কিনা। তিনি বাচ্চাদের জিজ্ঞেস করেছিলেন যে তারা বড় হয়ে কী হতে চায়। এক শিশু বলে ডাক্তার হতে চাই এবং আরেকজন বলে পুলিশ অফিসার হতে চাই। তখন মোদী প্রশ্ন করেন, 'আপনি কি প্রধানমন্ত্রী হতে চান না?' তখন এক শিশু বলল, 'আমি আপনার মতো হতে চাই।'  এর আগেও বেশ কয়েকবার শিশুদের সঙ্গে কথা বলতে দেখা গেছে মোদীকে।

এদিকে, রোড শো চলাকালীন, প্রধানমন্ত্রীর গাড়িবহর যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার দু'পাশে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর জন্য উল্লাস প্রকাশ করেছিলেন। সধারণ মানুষ প্রধানমন্ত্রীর ওপর ফুলের পাপড়িও বর্ষণ করে।