নিজস্ব সংবাদদাতাঃ আজ লোকসভায় দাঁড়িয়ে এলআইসি (LIC) নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিরোধীরা যারই খারাপ চাইবেন তাঁরই ভালো হবে, যেমন আমি। ওরা এলআইসি নিয়ে অনেক কু মন্তব্য করেছিল। বিরোধীরা বলছে, এলআইসি-তে থাকা টাকা নাকি ডুবে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, এলআইসি দিন দিন আরও মজবুত হচ্ছে। বিরোধীরা যে সংস্থাকে খারাপ বলে সেই সংস্থারই উন্নতি হয়। যাদের হিসেবে গড়মিল আছে তাঁরা আমাকে বলছে মোদীজি হিসেব দিন।‘