LIC নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আপনারও কি এলআইসি (LIC) করানো আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আজ বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে বড় মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
SWETA MITRA
New Update
modi lic.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ আজ লোকসভায় দাঁড়িয়ে এলআইসি (LIC) নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিরোধীরা যারই খারাপ চাইবেন তাঁরই ভালো হবে, যেমন আমি। ওরা এলআইসি নিয়ে অনেক কু মন্তব্য করেছিল। বিরোধীরা বলছে, এলআইসি-তে থাকা টাকা নাকি ডুবে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, এলআইসি দিন দিন আরও মজবুত হচ্ছে। বিরোধীরা যে সংস্থাকে খারাপ বলে সেই সংস্থারই উন্নতি হয়।  যাদের হিসেবে গড়মিল আছে তাঁরা আমাকে বলছে মোদীজি হিসেব দিন।‘