নিজস্ব সংবাদদাতাঃ পার্লামেন্টের অ্যানেক্স ভবনে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওড়িশার এনডিএ-র ৪৮ জন সাংসদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৈঠকের পর বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেন, "বিজেপি এবং এনডিএ জোট গত ২৫ বছর ধরে দেশের সেবা করছে। এনডিএ-র ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী এই বৈঠকে সভাপতিত্ব করেন।"
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনডিএ বৈঠকে যোগ দেওয়ার পরে বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব বলেন, 'আমরা (সাংসদরা) জনগণের কাছে যাব এবং কেন্দ্রীয় সরকারের সাফল্য নিয়ে কথা বলব। বৈঠকে ২০২৪ সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।"
দিল্লিতে এনডিএ সাংসদদের বৈঠকের পর বিজেপি সাংসদ অনিল আগরওয়াল বলেন, 'প্রধানমন্ত্রী মোদী আমাদের জনগণের সঙ্গে দেখা করতে বলেছেন। আমরা যত বেশি মানুষের মধ্যে থাকব এবং তাদের সেবা করব, ততই ভাল।'