আকাশে যুদ্ধের কালো মেঘ-দাম বাড়তে পারে তেলের! চিন্তায় মোদী-তড়িঘড়ি বৈঠক

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
Modi

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে আকাশে-বাতাসে মিশে গেছে বারুদের গন্ধ। পশ্চিম এশিয়ায় দেখা যাচ্ছে যুদ্ধের ছায়া। সম্মুখ সমরে নেমেছে ইরান-ইসরায়েল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তিনি। ইরান-ইসরায়েলের যুদ্ধের জেরে দেশের জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে। দাম বাড়তে পারে তেলের। সেই সমস্ত বিষয় নিয়েই বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী।

জানা গিয়েছে, আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা কমিটির বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মধ্য এশিয়া ও মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী মোদী।

পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে অত্য়ন্ত উদ্বিগ্ন বলেই বর্ণনা করা হয়েছে ওই বৈঠকে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে বাণিজ্য, সাপ্লাই চেইন, বিশেষ করে তেল, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যে আমদানি-রফতানিতে প্রভাব পড়বে।

লোহিত সাগর ও গাল্ফ পথে কার্গো পণ্য আমদানিতেও প্রভাব পড়বে, কারণ ইয়েমেনের হুথি দস্যুরা নতুন করে পণ্যবাহী জাহাজে হামলা চালানো শুরু করেছে। গত বছরের অক্টোবর মাস থেকে ইসরায়েল-হামাসের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের জেরে আমদানি-রফতানিতে ব্যাপক প্রভাব পড়েছে। গত বছরেই যেখানে ৯.৫৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল, সেখানেই চলতি বছরে বাণিজ্য ৩৭.৫৬ শতাংশ কমে ৫.৯৬ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।