নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ফের একবার আসছেন বঙ্গ সফরে। আর তাঁর আগে এক্স হ্যান্ডেলে দিলেন বিশেষ বার্তা। নিজের এক্স হ্যান্ডেল থেকে এদিন মোদি বলেন, “আমি কোচবিহারের মানুষের মধ্যে যাওয়ার জন্য অপেক্ষায় আছি। আজ বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশ। সেখানকার জনগণ আমাদের উন্নয়ন এজেন্ডাকে ব্যাপকভাবে সমর্থন করেছে এবং আমি নিশ্চিত যে তারা আবার বিজেপিতে তাদের বিশ্বাস স্থাপন করবে”।
/anm-bengali/media/media_files/gQVNC6h8Utg8jKDAf8W2.jpg)
/anm-bengali/media/media_files/W21PvTfyXquapkbEYf8s.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)