কিছু মানুষের চিন্তাভাবনার দারিদ্র্যতা এখনও দূর হয়নি ! লোকসভায় বিরোধীদের চরম কটাক্ষ করলেন অমিত শাহ

সমবায় আন্দোলনের গুরুত্ব নিয়েও আজ লোকসভায় বড় দাবি করলেন অমিত শাহ।

author-image
Debjit Biswas
New Update
amit shah bjjp.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ লোকসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের চরম কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "দেশের অনেক মানুষের কাছেই আজ বিপুল মাত্রায় ধনসম্পদ এসেছে, কিন্তু কিছু মানুষের চিন্তাভাবনার দারিদ্র্যতা এখনও দূর হয়নি। আমি সেটা এখানেও দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী মোদির কাছেও এই রোগের কোনও ওষুধ নেই, কারণ এটি একটি আদর্শগত সমস্যা।"

amit shah TEHRIKs.jpg

দেশের বিকাশে সমবায় আন্দোলনের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, ''সমবায় আন্দোলনের মাধ্যমে আজ কোটি কোটি মানুষ মাত্র ১০০ টাকা মূলধন নিয়েই নিজেদের ব্যবসা শুরু করছেন, দেশে কর্মসংস্থান তৈরি করছেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।''