নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, বুধবার রাতে উপজেলার বাদঝাড় ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী টুইটার হ্যান্ডেলে বলেন, "মধ্যপ্রদেশের দিন্দোরিতে যে পথ দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর এই দুঃখের সময়ে পরিবারকে শক্তি দিন। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তায় নিয়োজিত রয়েছে।"