নিজস্ব সংবাদদাতাঃ গ্রিস সফর শেষে শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা ও গ্রিসের উদ্দেশে চার দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গ্রিস সফরকালে প্রধানমন্ত্রী গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস এবং প্রেসিডেন্ট ক্যাটরিনা এন সাকেলারোপোলোর সঙ্গে বৈঠক করেন। গ্রিসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে গ্রিসের এথেন্সে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব অনারে ভূষিত হয়ে প্রধানমন্ত্রী নিজের টুপিতে আরও একটি পালক যোগ করেন। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং ভারত সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রিস সফরের সময় এক যৌথ বিবৃতিতে উভয় দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে "কৌশলগত অংশীদারিত্বে" উন্নীত করতে সম্মত হয়েছে।
ভারত-গ্রিস যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ।