নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন নিয়ে মাহবুবাবাদে নরেন্দ্র মোদী এক জনসভায় কেসিআর সরকারকে আক্রমণ করলেন। তিনি বলেন, 'বিজেপি মনে করে যে তেলেঙ্গানা থেকে বিআরএসের হাত থেকে রক্ষা করা তার দায়িত্ব। কেসিআরের সমস্ত দুর্নীতি যেগুলি এখানে সে করে গেছে সেগুলির তদন্ত করবে বিজেপি সরকার। যারা গরীবকে ঠকিয়েছে এবং তেলেঙ্গানার যুবশক্তিকে ঠকিয়েছে তাদের ছেড়ে দেওয়া হবে না'।