নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েতি রাজ সম্মেলন থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পঞ্চায়েত ভোটের হিংসা প্রসঙ্গ আজ শনিবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল। এদিন তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) বাংলার মানুষের রক্ত নিয়ে যেভাবে তৃণমূল খেলেছে তা গোটা দেশ দেখেছে। শুধু বিজেপি কর্মীদেরই নয়, ভোটারদেরও হুমকি দিয়েছে। বিজেপি কর্মীদের আত্মীয়দেরও ছাড়ে না তৃণমূল। এতকিছুর পরেও বহু বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। ভোটের পরেও আত্মঘাতী হামলা হচ্ছে বাংলায়। মনোনয়ন থেকে ভোটদান, সর্বত্র হিংসা হয়েছে। ব্যালট বাক্স নিয়ে পালান তৃণমূল কর্মীরা। ভোটের দিন তৃণমূলের লোকেরা ছাপ্পাবাজ হয়ে যায়। কোনও বিজেপি প্রার্থী যাতে মনোনয়ন পত্র জমা দিতে না পারেন তা নিশ্চিত করার জন্য তৃণমূল প্রয়োজনীয় সমস্ত কিছু করে।