নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ উত্তরপ্রদেশের কাসগঞ্জে গঙ্গা নদীতে স্নান করতে যাওয়ার সময় পাটিয়ালি-দরিয়াভগঞ্জ সড়কে পুণ্যার্থীদের বহনকারী একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে যায়। এতে শিশু-নারীসহ ২৪ জন নিহত ও অনেকে আহত হন।
এই ঘটনার পর প্রধানমন্ত্রী বলেছেন, "উত্তরপ্রদেশের কাসগঞ্জে একটি ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করছে।"
এই ঘটনার পর শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, "পিএমএনআরএফের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।"