৫ রাজ্যে ভোট প্রায় সম্পন্ন, মহিলাদের বিশেষ উপহার দিলেন মোদি

‘ড্রোন দিদি’দের নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi hal.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিক্সিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ‘ড্রোন দিদি’দের নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

এদিন সেই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, “লাল কেল্লা থেকে আমি গ্রামের মহিলাদের 'ড্রোন দিদি' বানানোর ঘোষণা দিয়েছিলাম। গ্রামের অনেক মহিলা ড্রোন ব্যবহার করতে শিখেছেন। ১৫ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়া হবে। মহিলাদের ড্রোন দেওয়া হবে। দেওয়া হবে প্রশিক্ষণও। আজ ১০ হাজার জন ঔষুধী কেন্দ্রও চালু করা হয়েছে। ভিক্সিত ভারত সংকল্প যাত্রার লক্ষ্য হল সরকারী স্কিম এবং পরিষেবাগুলি তাদের কাছে প্রসারিত করা। যারা এখনও অবধি বাদ পড়েছেন তাঁদের কাছে পৌঁছে যাওয়ায় এই যাত্রার লক্ষ্য”।

 

hiren