নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে শুক্রবার পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দুই নেতা সন্ত্রাসবাদ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং এই অঞ্চলে বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমার ভাই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভালো আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে একমত এবং একটি টেকসই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সবার স্বার্থে।"