নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "উরসের সময় গরীব নওয়াজের দরগায় যাওয়া দেশের একটি পুরনো ঐতিহ্য। আমি প্রধানমন্ত্রী মোদীর তরফে 'চাদর' দেওয়ার এই সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী মোদীর বার্তা হল সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সংস্কৃতি, তা হিন্দু, জৈন বা শিখ হোক, 'গরিব নওয়াজ'-এর কাছে আশীর্বাদ চাই। প্রধানমন্ত্রী মোদীর তরফে 'চাদর' নিবেদন পুরো দেশের তরফে দেওয়ার মতো কাজ।"