নিজস্ব সংবাদদাতা: জুন মাস থেকে শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৪তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসবে। এদিকে জুন শেষ হয়ে জুলাই মাস এসে গেল, টাকা এল না। এবার পিএম কিষাণের ১৪তম কিস্তির টাকা ঠিক কবে কেন্দ্র কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে চলেছে? হিসেব অনুযায়ী এপ্রিল ২০২৩ থেকে জুলাই ২০২৩- এর মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণের ১৪তম কিস্তির টাকা ঢুকে যাওয়ার কথা। পুরো জুলাই মাস নয়, জুলাই মাসের মাঝামাঝি নাগাদ কৃষকরা তাঁদের প্রাপ্য ১৪তম কিস্তির টাকা পেয়ে যেতে পারেন।
হিসেব মতো, প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে পাঠায় কেন্দ্র। এবার ১৪তম কিস্তির সময়ে অনেক কৃষক অ্যাকাউন্টে ৪০০০ টাকা পেতে পারেন বলেও শোনা গিয়েছে। অবাক হয়ে গেলেন তো? আসলে যে কৃষকরা ১৩তম কিস্তির টাকা পাননি, এবার একসঙ্গে সেটা মিলিয়ে তাঁদের অ্যাকাউন্টে ৪০০০ টাকা ঢুকে যেতে পারে।