প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ কিছু মানুষ এবার থেকে পাবেন না পেনশন

কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী বিশেষ কিছু কর্মচারীরা বঞ্চিত হবেন পেনশন ও গ্র্যাচুইটি থেকে। কর্মস্থলে আরও সতর্ক ও দায়িত্ব সহকারে সম্পূর্ণ করতে হবে পুরো কাজ। বেআইনি কোনো কিছু তো দূর , গুরুতর কোনো অপরাধও করা যাবেনা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
narendra modi.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পরিবর্তিত  কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) নিয়ম অনুযায়ী জানা গেছে বিশেষ কিছু কর্মচারী কেন্দ্র সরকারের পেনশন স্কিমের আওতায় আসবেন না। অবসর সময়ে তাদের কোনোরকম পেনশন দেওয়া হবেনা বলে সিদ্ধান্ত মোদী সরকারের। কর্মজীবনে কোনো গুরুতর অপরাধ বা গাফিলতি করলে অবসর সময়ে পাওয়া যাবেনা পেনশন। এই নিয়মের মাধ্যমে দায়িত্বশীল কর্মপরিবেশ তৈরী হবে। কর্মীদের মধ্যে সুস্থ ও সঠিক ভাবে কাজ করার সচেতনতা বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারের এই প্রয়াস।  এতে সরকারের আর্থিক ক্ষতিও রোধ করা যাবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে নতুন নিয়ম নিয়ে তারা কঠোর নীতি গ্রহণ করবে। 

এই নিয়মটি শুধুমাত্র কেন্দ্রীয় কর্মচারীদের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়।  ভবিষ্যতে রাজ্য সরকার চাইলেও এই  নিয়ম মানতে পারে। বর্তমানে সকল সংশ্লিষ্ট কর্মীদের অবগত করার প্রক্রিয়া চলছে।  দোষী কর্মচারীদের চিহ্নিত করে তাদের দোষ প্রমাণিত হলে পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করা হবে। 

 

flavourfood

 

flamefood1

 

cityaddnew