নিজস্ব সংবাদদাতা: প্রশান্ত কিশোর বলেন, মুসলমানদের উচিত চার ধরনের হিন্দু ভোটারদের সাথে জোট করা উচিত যারা মোদীকে কখনও ভোট দেন না। ১) গান্ধীবাদী হিন্দু, ২) আম্বেদকরবাদী হিন্দু ৩) কমিউনিস্ট হিন্দু ৪) সমাজতান্ত্রিক হিন্দু। প্রশান্ত কিশোর বলেন, "প্রধানমন্ত্রী মোদি তৃতীয় মেয়াদে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কংগ্রেস ২০২৪ সালের নির্বাচনে খারাপভাবে হেরে গেলে রাহুল গান্ধীর ৫ বছরের বিরতি নেওয়া উচিত।"
/anm-bengali/media/media_files/KX5H9TEHcwflNMPZtZs5.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)