নিজস্ব সংবাদদাতা : আজ মহাকুম্ভে পৌঁছালেন বিজেপির শীর্ষ নেতা তথা ইউনিয়ন মিনিস্টার পীযূষ গোয়েল। মহাকুম্ভ দর্শন করে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন যে '' এটি একটি আবেগঘন মুহূর্ত। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি মহাকুম্ভ দর্শন করতে পেরে। প্রতিদিন প্রায় ৫০ কোটি দর্শনার্থী এসে উপস্থিত হচ্ছেন এই মহাকুম্ভে, এটাই ভারতের ক্রমবর্ধমান শক্তির সাক্ষী। এর সাথে সাথেই তিনি বলেন যে 'আমি যখন বেলজিয়ামে ছিলাম তখন, আমি খবর পাই যে কোল্ড প্লে-এর ক্রিস মার্টিন মহাকুম্ভ দর্শন করতে চায়। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে এরেঞ্জমেন্টস করতে বলি। এটাই ''এক ভারত, শ্রেষ্ঠ ভারতের'' প্রকৃত উদাহারণ।