নিজস্ব সংবাদদাতাঃ গোয়ালিয়র রেল স্টেশনে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবি সম্বলিত 'ফোন পে সিএম' পোস্টার লাগানো হয়েছে। ফোন পে-র পোস্টারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবি নিয়ে শোরগোল শুরু হয়েছে। এক বিজেপি কর্মী অভিযোগ করেছেন, ফোন পে-র পোস্টারে শিবরাজ সিং চৌহানের ছবি পোস্ট করে বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।
এই বিষয়ে গোয়ালিয়র এসপি রাজেশ সিং চান্দেল বলেন, "এক বিজেপি কর্মী অভিযোগ করেছেন যে তাঁর দলকে বদনাম করা হচ্ছে এবং তার ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।"
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, "কংগ্রেসের নোংরা রাজনীতি সামনে এসেছে। 'ফোন পে' টুইটের পর আর কিছু বলার নেই। জনগণ জানে যে কংগ্রেস দুর্নীতি আড়াল করার জন্য অন্যকে দোষারোপ করছেন।বুরহানপুর ও ছিন্দওয়াড়ায় এফআইআর দায়ের করা হয়েছে।"