ফোনে নজরদারিঃ ফিরে এল কি 'পেগাসাস' ? প্রশ্ন একাধিক মহলের

ইডির দফতরে এবার হাজিরার ডাক পড়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, আবগারি নীতির মামলায় বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডি-র সামনে হাজির হওয়ার জন্য একটি সমন পেয়েছেন।

author-image
Adrita
New Update
h

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের আগে কড়া নজরদারি চালাতে তৎপর হয়েছে কেন্দ্র সরকার। এমনটাই মনে করছেন দেশের নেতাদের একাংশ। সম্প্রতি আপ-সহ একাধিক হেভিওয়েট নেতার ফোনের তথ্য 'হ্যাক' করার অভিযোগ উঠেছে। অনেকেই মনে করছেন যে এক বছর আগের 'পেগাসাস' নজরদারি ফের চালু হয়েছে। 

hire

এই প্রসঙ্গে আপ নেতা সৌরভ ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, " এটি একটি গুরুতর বিষয়। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া। এর আগেও, কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে পেগাসাস সফ্টওয়্যার কেনার অভিযোগ ছিল। রাঘব চাড্ডা জি তার ফোনে অনুরূপ বার্তা পেয়েছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ওএসডিও একই বার্তা পেয়েছেন। " 

hiring.jpg