নিজস্ব সংবাদদাতা: বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতেই আছে নানা যানবাহন। কারুর বাড়িতে দু'চাকা, তো আবার কারুর বাড়িতে রয়েছে চারচাকা। এছাড়াও গণপরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যায়। তবে এই সকল যানবাহন চালানোর জন্য যে জ্বালানি অর্থাত্ পেট্রোল বা ডিজেলের (Petrol Diesel) প্রয়োজন হয় তার দাম নিয়ে দেশের মানুষদের অভিযোগ জারি আছে।
যদিও এবার নাকি খুব তাড়াতাড়ি পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির দাম কমবে বলেই জানা যাচ্ছে। মূলত সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর বিষয়ে আগামী মার্চ মাসের শুরুতেই বড় ঘোষণা করা হতে পারে। এক ধাক্কায় ৬ টাকা থেকে ১১ টাকা পর্যন্ত লিটার প্রতি দাম কমতে পারে।