নিজস্ব সংবাদদাতা: দিল্লি পুলিশের সাইবার ইউনিটের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হল ভারতীয়দের ব্যক্তিগত তথ্য। যে তথ্য সংগ্রহ করা হয় ICMR থেকে।
যা জানা যাচ্ছে, ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বিক্রি করার জন্য চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১০ দিন আগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর ডেটা ব্যাঙ্ক থেকে তথ্য ফাঁস করা হয়েছিল বলে অভিযোগ। সেই তথ্য সংগ্রহ করে ডার্ক ওয়েবে বিক্রি করা হয়। আর তারপরই তা খবর পেতে ওই ৪ জনকে গ্রেফতার করে দিল্লির সাইবার ইউনিট। ঠিক কতজনের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হয়েছে তা এখনও জানা যায়নি।