নিজস্ব সংবাদদাতা: শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেছে। এই মুহুর্তে সংসদে চলছে শীতকালীন ছুটি। আর তার মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। সংসদের কাছে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। তাকে আরএমএল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক।
যা জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বাগপতের জিতেন্দ্রের নামের এক ব্যক্তি গোলচত্বর রেল ভবনের সামনে আচমকায় গায়ে আগুন ধরিয়ে নেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন তড়তড়িয়ে ছড়িয়ে পড়ে। একটা সময় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশ এবং কিছু বেসামরিক ব্যক্তি তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে এবং ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।
এপ্রসঙ্গে দিল্লির ডিসিপি দেবেশ কুমার মাহলা বলেন, “আজ উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা জিতেন্দ্র নামে এক ব্যক্তি রেল ভবন গোলচত্বরে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিছু বেসামরিক লোকের সাথে পুলিশ কনস্টেবলরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। তার বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে মনে হচ্ছে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। আরও তদন্ত চলছে”।