'বর্তমানে ট্রেন যাত্রা বিভীষিকা,' চরম কটাক্ষ নেটিজেনদের

অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনার প্রায় ১২-১৪ ঘন্টা পর ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। আজ ভিজিয়ানগরমের ট্রেন দুর্ঘটনাস্থলে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী মন্ত্রক সূত্রে জানানো হয়েছে সেই কথা।

author-image
SWETA MITRA
New Update
raill.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২ প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে অন্ততপক্ষে ১৩ জনের মৃত্যু এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যদিও এই মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

#TrainAccident |  9 killed, 40 injured as 2 trains collide in #AndhraPradesh, human error suspected

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে রবিবার রাতে। দোষ কার, চালকের নাকি সিগন্যালের? উঠছে প্রশ্ন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, বর্তমানে ট্রেন যাত্রা এখন বিভীষিকা। অন্য একজন বলছেন, যাত্রী নিরাপত্তায় ব্যর্থ রেল। রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।