মানুষ চায় নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোক- বললেন কৃষিমন্ত্রী- বিশাল খবর- ভিডিও

মানুষ চায় নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোক, কি বললেন কৃষিমন্ত্রী।

author-image
Aniket
New Update
Narendra Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে বার্তা দিয়েছেন আসামের কৃষিমন্ত্রী এবং বোকাখাত বিধানসভা কেন্দ্রের নেতা অতুল বোরা। তিনি জানিয়েছেন, মানুষ চায় নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোক।

তিনি বলেছেন, "চা বাগান সম্প্রদায়ের লোকেরা কংগ্রেসের ভোটব্যাঙ্ক ছিল, কিন্তু দল এই লোকদের উন্নয়নের জন্য কিছুই করেনি। এখনও অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের সরকার মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চা বাগানের মানুষের অনেক সমস্যার সমাধান করেছে। আমার নির্বাচনী এলাকায় চা বাগানের শ্রমিকদের আধিপত্য। আজকের সভায় মুখ্যমন্ত্রীকে দেখতে হাজার হাজার চা বাগানের মানুষ উপস্থিত হন। কাজিরাঙ্গা সংসদীয় আসনের এনডিএ প্রার্থীও চা বাগান সম্প্রদায়ের। চা বাগানের ভোটাররা যেখানে নির্ধারক ফ্যাক্টর, সেই সব আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবে। চা বাগানবাসীর সহযোগিতা পাব। আমাদের সরকার চা বাগান এলাকার সব সমস্যা সমাধানের চেষ্টা করছে। শ্রমিকদের মজুরিও বাড়ানো হয়েছে। পরিবেশ এনডিএ-র পক্ষে। মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে, এনডিএ-র সঙ্গে থাকবে। মানুষ চায় নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোক"। লোকসভা নির্বাচন শুরুর আর মাত্র ১১ দিন বাকি। এখন দেখার এইবার ৪০০ বার করতে পারে বিজেপি নাকি সরকার পরিবর্তন হয়ে যায়।

Add 1

a  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . .  . . . . . . . . . . . . . . . . . . . . .