নিজস্ব সংবাদদাতা : আজ সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি, মহারাষ্ট্র বিধানসভার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড হওয়ার পর, এই বিষয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, ''কেউ যদি ছত্রপতি শিবাজী মহারাজ ও ছত্রপতি সম্ভাজী মহারাজের অপমান করে, তাহলে মহারাষ্ট্রের মানুষ তাকে ক্ষমা করবে না। মহারাষ্ট্রের মানুষের আবেগের কথা মাথায় রেখে স্পিকার তাকে সাসপেন্ড করেছেন।''
/anm-bengali/media/media_files/2025/03/05/XLz3q9ejTsX0OjD63Cu3.jpg)
এছাড়াও এই বিষয়ে তিনি বলেন, ''আজমিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে যদি ফের এমন কিছু করেন, তাহলে তার ফল আপনাকে আবার ভুগতে হবে।''