নিজস্ব সংবাদদাতা: দিল্লি কংগ্রেসের সভাপতি এবং বদলি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দেবেন্দ্র যাদব বলেছেন, " আজ দিল্লির মানুষ AAP-এর শাসনে বিরক্ত বলে মনে হচ্ছে। তা দরিদ্রদের পেনশন, রেশন কার্ড এবং নোংরা জলের সমস্যা নিয়ে দিল্লির মানুষ জেরবার। দিল্লির জনগণের কাছে অরবিন্দ কেজরিওয়াল যে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ উন্মোচিত হয়েছে। তিনি কোনও নতুন স্কুল বা মহল্লা ক্লিনিক খোলেননি। মানুষ তাদের মন তৈরি করেছে। দিল্লির মানুষ মনে মনে ঠিক করে নিয়েছেন ২০২৫ সালে দিল্লিতে কংগ্রেসের সরকার হবে। "
/anm-bengali/media/media_files/SBIdDCUFIkUotrsQ7pHR.JPG)