নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের হারদা জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় কর্মরত অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব হারদায় অগ্নিকাণ্ডের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়েছেন।
জানা গিয়েছে, হারদার বৈরাগড়ের একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। অনেকে ভেতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের উদ্ধার করতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও পৌঁছেছে। আহতদের অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে খবর, আগুন আশপাশের বাড়িঘরেও ছড়িয়ে পড়েছে। এতে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব হরদা বিস্ফোরণ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।