নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ দীনেশ শর্মা বলেছেন, "আজ পুরো পরিবেশ বিজেপির পক্ষে। সনাতনী মহা কুম্ভে সবাই একত্রিত হয়েছে। সবাই মিলিত হচ্ছে, এটা কংগ্রেসের যন্ত্রণা। এই মানুষরা সনাতনের বিরুদ্ধে এবং হিন্দুত্বকে আক্রমণ করা তাদের শখ। উত্তরপ্রদেশ শুধু ভারতে নয়, এশিয়ার ধর্মীয় পর্যটনের কেন্দ্রে পরিণত হয়েছে।"