নিজস্ব সংবাদদাতা : তেলেঙ্গানায় পা রেখেই কেসিআরকে তুলোধনা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তার সাফ কথা,"গত ১০ বছরে, তেলেঙ্গানায় উন্নয়ন শুধু সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত সীমাবদ্ধ। এখানে, কেসিআরের পরিবারের হস্তক্ষেপ দেখা যায়। জনগণ আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, আপনার পরিবার নয়। আমি পরিবারের কোনো সদস্যকে নিয়ে অভিযোগ করতে চাই না। আমি তাদের সবাইকে সম্মান করি। কিন্তু আপনাকে সরকার চালাতে হবে। পুরো পরিবার সরকার চালাচ্ছে। তেলেঙ্গানাকে অবহেলিত করা হচ্ছে। কেসিআর-এর শাসনে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং দুর্নীতি দ্রুত বাড়ছে। " অন্যদিতে বিজেপি যে কতা রাখে সে কথা স্মরণ করিয়ে রাজনাথ সিং বলেন, ''একজন নেতার এমন হওয়া উচিত যে তিনি যা বলেন তাই করেন। তার কথা ও কাজে কোনো পার্থক্য থাকা উচিত নয়। রাজনীতিবিদরা ভারতের রাজনীতিতে বিশ্বাসযোগ্যতার সঙ্কট তৈরি করেছে। আর ভারতের কোনো দল যদি এই বিশ্বাসযোগ্যতার সঙ্কটকে মেনে নেয় তবে তা হল প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি। আমরা যা বলি তা পূরণ করি।''