হঠাৎ 'অমিত কাকা' বলে ডাক! কী উত্তর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার যখন অমিত শাহ যখন ভোট দিতে যান, ভিড়ের মধ্যে কেউ একজন তাঁকে 'অমিত কাকা' বলে ডাক দেন। ভিডিওতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাসি মুখে প্রতিক্রিয়া দিচ্ছেন।
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার যখন অমিত শাহ যখন ভোট দিতে যান, ভিড়ের মধ্যে কেউ একজন তাঁকে 'অমিত কাকা' বলে ডাক দেন। পাশাপাশি ভিড় থেকে ধ্বনি ওঠে 'জয় শ্রী রাম'। ভিডিওতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাসি মুখে প্রতিক্রিয়া দিচ্ছেন।
As Amit Shah got ready to go vote & receive the Prime Minister, someone from the crowd called him - Amit Kaka, Jai Shri Ram.