নিজস্ব সংবাদদাতা: ভিলাইতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন বলেন, “আপনি ২০১৯ সালে একটি স্থিতিশীল সরকার দিয়েছেন, ফলস্বরূপ জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলুপ্ত করা হয়েছে। ২২ জানুয়ারী, শ্রী রামের প্রাণ প্রতিষ্টা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং পার্সি ধর্মের শরণার্থীরা তিন তালাকের কুপ্রথা থেকে মুক্ত হয়েছেন। এই সবই বুঝিয়ে দেয় মানুষের সিদ্ধান্ত ভুল হয়নি। মানুষ ভরসা রেখেছিল যার ওপর, সে তার সমস্ত কথা রেখেছে। ঐতিহাসিক ভাবে বদল এসেছে বিভিন্ন ক্ষেত্রে”।