নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জয়রাম ঠাকুর এদিন বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সম্পর্কে বলতে গিয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর প্রতারণা, মিথ্যা বলার অভ্যাস আছে। একটি ফাইল সরানো হয়েছে যেখানে OPS-এর মূল বিধানের মতো মন্ত্রিসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। যেখানে বলা হয়েছে শেষ বেতনের ৫০ শতাংশ পেনশনের মাধ্যমে পাওয়া যায়। তবে এবার সেই পরিমাণ কমানো হচ্ছে। ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশ এ আনার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমি কর্মচারীদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস না করার জন্য অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। মহিলাদের ১৫০০ টাকা দেওয়ার বিষয়টিও মিথ্যে”।