বড় খবর: সরকারী কর্মচারীদের কমছে পেনশনের হার!

'মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জয়রাম ঠাকুর এদিন বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সম্পর্কে বলতে গিয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর প্রতারণা, মিথ্যা বলার অভ্যাস আছে। একটি ফাইল সরানো হয়েছে যেখানে OPS-এর মূল বিধানের মতো মন্ত্রিসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। যেখানে বলা হয়েছে শেষ বেতনের ৫০ শতাংশ পেনশনের মাধ্যমে পাওয়া যায়। তবে এবার সেই পরিমাণ কমানো হচ্ছে। ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশ এ আনার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমি কর্মচারীদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস না করার জন্য অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। মহিলাদের ১৫০০ টাকা দেওয়ার বিষয়টিও মিথ্যে”।

money (1)n

jairam thakur aq1.jpg

 

Add 1