মনিপুরে শান্তি সমাবেশ

কেন্দ্রীয় সরকার মনিপুরে শান্তি কমিটি গঠন করার পর Peace Rally বের করেছে ইউনিভার্সাল ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন মণিপুরের সদস্যরা।

author-image
Pritam Santra
New Update
1234

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকার মনিপুরে শান্তি কমিটি গঠন করার পর Peace Rally বের করেছে ইউনিভার্সাল ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন মণিপুরের সদস্যরা।  এই সংগঠনের ক্যাডারদের লাংথাবল কুঞ্জের রাজপথে সমাবেশ করতে দেখা গেল কিছুক্ষন আগেই। এক মাস ধরে এই রাজ্যের পরিস্থিতি খুবই উত্তক্ত হয়ে আছে। ৩রা মে থেকে মণিপুরের ইম্ফল উপত্যকায় বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মেইতি জনগোষ্ঠী এবং কুকি এবং জো জনগণ সহ পার্শ্ববর্তী পাহাড়ের উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে একটি জাতিগত সংঘর্ষ শুরু হয়।  ভারতীয় সংবিধানের অধীনে তপসিলি উপজাতি মর্যাদার জন্য মেইতি জনগণের দীর্ঘদিন ধরে দাবির জানাচ্ছে ও তার জন্যই এই বিরোধের। এই সংঘষে এখনো পর্যন্ত কমপক্ষে 105 জন মারা গেছে এবং আরও 40,000 জন বাড়ি ছাড়া হয়েছে। শুক্রবার জাতিগত সহিংসতায় মণিপুরের কুকি-অধ্যুষিত গ্রামে নতুন সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। তাই পরিস্থিতি ঠান্ডা করতেই UFO-র এই প্রচেষ্টা।