নিজস্ব সংবাদদাতা: Paytm-কে স্বস্তি দিতে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। পেটিএম অ্যাপের UPI অপারেশন চালু রাখতে NPCI-কে পরামর্শ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে এই অতিরিক্ত ঘোষণার মধ্যেও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের কিছু বিষয় দেখে নিতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
RBI গত মাসে Paytm পেমেন্টস ব্যাঙ্কের উপর কিছু ব্যবসায়িক বিধিনিষেধ আরোপ করার পরে ১৫ মার্চের পরে আরও টাকা নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। শুক্রবার ২৩ ফেব্রুয়ারি Paytm-এর মালিক One97 কমিউনিকেশনের জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। Paytm UPI ব্যবহার করতে গ্রাহকদের যাতে অসুবিধা না হয়, তা দেখতে ন্যাশনাল পেমেন্ট ক্রপোরেশন অফ ইন্ডিয়াকে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।