অনূর্ধ্ব-১৮ ভলিবল শিবিরের জন্য নির্বাচিত হলেন পুঞ্চের পায়েল শর্মা

ভারতীয় দলে নিজের জায়গা করে নিলেন পায়েল।

author-image
Adrita
New Update
d

মনজিৎ সিং, পুঞ্চঃ অনূর্ধ্ব ১৮ ভারত ভলিবল ক্যাম্পে জায়গা করে নিয়েছেন পুঞ্চের পায়েল শর্মা। মনজিৎ সিং ক্লাব তার কৃতিত্বের জন্য তাকে সহায়তা করেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, পায়েল শর্মা, জম্মু ও কাশ্মীরের প্রথম মেয়ে যে, ভারতীয় ভলিবল দলের প্রতিনিধিত্ব করতে চলেছে। 

প্রতিকূলতার বিরুদ্ধে জয়ের এক হৃদয়গ্রাহী গল্প জুড়ে আছে পুঞ্চের পায়েল শর্মাকে কেন্দ্র করে। পুঞ্চের দিনানাথ মেমোরিয়াল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী পায়েল শর্মা।

ব্যাঙ্গালোরে অনূর্ধ্ব ১৮ ভারত ভলিবল ক্যাম্পে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন তিনি। মধ্যবিত্ত পটভূমি থেকে উঠে আসা পায়েলের এই মর্যাদাপূর্ণ শিবিরে যাত্রা কেবল ব্যক্তিগত বিজয় নয়। তার এই বিজয়ের পিছনে র‍য়েছে তার স্থানীয় সম্প্রদায়ের মানুষদের চেষ্টা, সহযোগিতা। পায়েল শর্মার এই যাত্রার জন্য গর্ববোধ করছেন তার সম্প্রদায়ের সকল মানুষজন।

Add 1