মমতার ‘মৃত্যু কুম্ভ’ মন্তব্য অন্যায়: পাল্টা প্রতিক্রিয়া দিলেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ

তিনি বলেন, "এ ধরনের মন্তব্য করা খুবই সহজ, বিশেষ করে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে নিয়ে। কিন্তু অন্য কোনোও ধর্মের ক্ষেত্রে, এই একই ধরনের সমালোচনা করা হয় না।

author-image
Debjit Biswas
New Update
Deputy Chief Minister Pawan Kalyan

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ ২০২৫-কে ‘মৃত্যু কুম্ভ’ বলে অভিহিত করাকে, অত্যন্ত  অন্যায় একটি মন্তব্য বলে মনে করেন, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তিনি বলেন, "এ ধরনের মন্তব্য করা খুবই সহজ, বিশেষ করে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে নিয়ে। কিন্তু অন্য কোনোও ধর্মের ক্ষেত্রে, এই একই ধরনের সমালোচনা করা হয় না।"

Mamata Banerjee

 কল্যাণের মতে, এত বিশাল জনসমাগম সামলানো যেকোনও সরকারের জন্যই বড় চ্যালেঞ্জ এবং যোগী আদিত্যনাথের সরকার এটি দক্ষতার সঙ্গে পরিচালনা করছে। তিনি রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল মন্তব্য করার আহ্বান জানিয়েছেন।