মহাজোট, রাজ্যে ভয়ঙ্কর হার বিজেপির, জানিয়ে দিল কংগ্রেস

সামনেই লোকসভা নির্বাচন হতে চলেছে। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি তুঙ্গে। এই বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন বিহারের কংগ্রেস সভাপতি ডঃ অখিলেশ প্রসাদ সিং।

author-image
Probha Rani Das
New Update
akhilesh prasadsinghh.jpg

নিজস্ব সংবাদদাতাঃজন বিশ্বাস যাত্রাপ্রসঙ্গে বিহার কংগ্রেস সভাপতি ডঃ অখিলেশ প্রসাদ সিং বলেছেন, “বিজেপি এখানে ভয়ানকভাবে হারতে চলেছে। গতকাল রাত থেকেই শোভাযাত্রায় সামিল গোটা পাটনা। এমন কোনও পঞ্চায়েত নেই যিনি এখানে যোগ দিতে আসেননি। মহাজোটের নেতাদের কথা শুনে এবং বিজেপির সব প্রার্থীকে পরাজিত করতে সবাই উচ্ছ্বসিত। বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের প্রাসঙ্গিকতা হ্রাস পেয়েছে, এবং তিনি আর এটি প্রভাবিত করার কোনও কারণ নন।” 

Add 1

স্ব

স

Addd 3