নিজস্ব সংবাদদাতাঃ ‘জন বিশ্বাস যাত্রা’ প্রসঙ্গে বিহার কংগ্রেস সভাপতি ডঃ অখিলেশ প্রসাদ সিং বলেছেন, “বিজেপি এখানে ভয়ানকভাবে হারতে চলেছে। গতকাল রাত থেকেই শোভাযাত্রায় সামিল গোটা পাটনা। এমন কোনও পঞ্চায়েত নেই যিনি এখানে যোগ দিতে আসেননি। মহাজোটের নেতাদের কথা শুনে এবং বিজেপির সব প্রার্থীকে পরাজিত করতে সবাই উচ্ছ্বসিত। বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের প্রাসঙ্গিকতা হ্রাস পেয়েছে, এবং তিনি আর এটি প্রভাবিত করার কোনও কারণ নন।”