নিজস্ব সংবাদদাতা: বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সবশেষ চার সপ্তাহে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫২ শতাংশ। এই সময় নতুন করে সাড়ে আট লাখের বেশি মানুষ কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি বেড়েছে মৃত্যুহার। আগের ২৮ দিনের তুলনায় গত চার সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় আট শতাংশ বৃদ্ধি পেল।
২০২৩ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পড়েছেন অন্তত ৭৭ কোটি ২০ লাখ মানুষ। প্রাণ গেছে ৭০ লাখেরও বেশি।