'মাস্টারমাইন্ড' ললিত ঝা-এর একি পরিণতি? বড় রায় আদালতের

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডের মূল চক্রী ললিত মোহন ঝাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
lalit jhaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনকাণ্ডে নয়া মোড়। এবার এই ঘটনার মাস্টারমাইন্ডকে নিয়ে বড় রায় দিল আদালত। জানা গিয়েছে, দিল্লির পাতিয়ালা হাউস আদালত অভিযুক্ত ললিত ঝা (Lalit Jha)-কে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে।