লাইসেন্স বাতিল! ১৪ পণ্যের বিক্রি বন্ধ করে দিল রামদেবের পতঞ্জলি! দেখুন তালিকা

লাইসেন্স বাতিল হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল সংস্থা।

author-image
Anusmita Bhattacharya
New Update
ramdev1

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের রাজ্য লাইসেন্সিং অথরিটি, পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে। এবার কোম্পানি ওই ১৪টি পণ্যের বিক্রি বন্ধ করে দিল। পতঞ্জলি গোটা দেশে তাদের ৫,৬০৬টি স্টোরে ওই পণ্যগুলি বিক্রি করতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে।

যে ১৪ টি পণ্যের বিক্রি পতঞ্জলি বাতিল করেছে, সেগুলি হল- ১) মুক্তভাতী এক্সট্রা পাওয়ার,২) সওয়াসারি ভাতি, ৩) লিভোগ্রিট, ৪) পতঞ্জলি দৃষ্টি আইড্রপ,  ৫) আইগ্রিট গোল্ড ৬) সওয়াসারি আভালে, ৭)সওয়াসারি গোল্ড, ৮) লিপিডম, ৯) বিপি গ্রিট, ১০) মধুগ্রিট, ১১) মধুনাশিনী ভাতী এক্সট্রা পাওয়ার, ১২) লিভামৃত অ্যাডভান্স, ১৩) ব্রনকম, ১৪) সওয়াসারি প্রবাহী।

Adddd