নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে জেলা পথ নিরাপত্তা কর্মসূচী। এই কর্মসূচি চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত। সোমবার, জেলা প্রশাসন ও আঞ্চলিক পরিবহন কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানিয়েছেন, গত বছরের এই কর্মসূচির সুফল হিসেবে জেলায় ১৩ শতাংশ পথ দুর্ঘটনা কমানো গেছে। এবার প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায়, দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে।
পথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সমস্ত সহযোগিতা নেয়া হবে এবং এই লক্ষ্য অর্জনে প্রশাসন পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে।