নিজস্ব সংবাদদাতা: ওড়িশায় গতকাল, নির্বাচন কমিশন সরকারি বিজ্ঞাপনে দলীয় প্রতীক ব্যবহার নিয়ে বিজেডিকে নোটিশ পাঠিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে এর ব্যাখ্যা চেয়েছে কমিশন।
এই নিয়ে ওড়িশার বিজেপি বিধায়ক সূর্যবংশী সুরজ বলেন, "আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম এবং ইসি এটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসছে। সরকারী প্রকল্পে দলীয় প্রতীক খুব কৌশলে ব্যবহার করা হচ্ছে। তাই, আমরা আশা করি যে বিজেডি তার ভুল স্বীকার করবে এবং কমিশনের কাছে তাঁদের যথা যোগ্য ব্যাখ্যা দেবে”।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)