নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর বিজেপি প্রধান কে. আন্নামালাই চেন্নাইয়ের টি নগরের পার্টির প্রধান কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
/anm-bengali/media/post_attachments/227e7afd-3b5.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, তামিলনাড়ুর বিজেপি পার্টির রাজ্য ইনচার্জ অরবিন্দ মেনন, পার্টির রাজ্য সহ-ইনচার্জ সুধাকর রেড্ডি এবং রাজ্য পার্টির অন্যান্য কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/7aaaf336-bc0.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)