নিজস্ব সংবাদদাতা: জেলে মানুষ কেন যায় ? অপরাধ কিংবা দুর্নীতির সঙ্গে নাম জড়ালে, আর তা না হলে গণতন্ত্রের স্বার্থে। এই দুই বিষয়কে ছবির মাধ্যমে তুলে ধরলেন বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল। বুধবার দিল্লিতে তিনি একটি প্রদর্শনী করেন। যে প্রদর্শনীর থিম ছিল, কোন কোন নেতা মন্ত্রীদের তিহার জেলে হাজত বাস করতে হয়েছে।
যারা দুর্নীতির কারণে তিহার জেলে এসেছেন, একদিকে তাদের ছবি লাগানো হয়েছে। অপর দিকে যারা গণতন্ত্রের জন্য জেলে গিয়েছিলেন, তাঁদের ছবি লাগানো ছিল। দুর্নীতির কারণে জেলবন্দীদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন ও লালু প্রসাদ যাদব সহ একাধিক নেতা মন্ত্রীর ছবি ছিল। অপর দিকে ছিল লাল কৃষ্ণ আদবাণী, নীতিন গডকড়ী সহ একাধিক মন্ত্রীর ছবি।