চরম নিন্দা, দায়িত্বজ্ঞানহীনের মত আচরণ করছেন রাহুল গান্ধী!

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিরোধী দলনেতা হওয়া একটা দায়বদ্ধতা, কিন্তু তিনি দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন।

author-image
Probha Rani Das
New Update
rahulsad jk.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেভাবে স্পিকারকে আক্রমণ করেছেন এবং নিয়মের বাইরে গিয়ে কথা বলেছেন, আমি তার নিন্দা করছি। 

kiren ri.jpg

বিরোধী দলনেতা হওয়া একটা দায়বদ্ধতা, কিন্তু তিনি দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। হাউস নিয়ম অনুযায়ী কাজ করে এবং স্পিকার হাউসের রক্ষক হন তবে রাহুল গান্ধী স্পিকারকে আক্রমণ করতে থাকেন। দেশের ১৪০ কোটি মানুষের প্রতিনিধিরা সংসদে বসেন। রাহুল গান্ধী বরাবরই নিয়ম মেনে কথা বলেন কিন্তু তিনি বরাবরই নিয়ম ভাঙছেন। 

Kiren Rijijuq1.jpg

যেহেতু রাহুল গান্ধী এখন এলওপি হয়েছেন, তাই তাঁকে সংসদের নিয়ম মেনেই কাজ করতে হবে। কেউ সংবিধান ও নিয়মের ঊর্ধ্বে নয়। প্রধানমন্ত্রী মোদী সংসদে বক্তব্য রাখার চেষ্টা করলে বিরোধী দলের নেতারা তাঁর ভাষণের পুরোটা সময় তাঁকে বিরক্ত করার চেষ্টা করেন। 

Adddd