নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে ঠিক ২২ বছর আগে দেশে এক নক্ক্যারজনক ঘটনা ঘটে যায়। আজকের দিনে সংসদে হামলার (Parliament attack) ঘটনা দেশবাসী কোনওদিন ভুলতে পারবেন না। এদিকে আজ বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং অন্যান্য নেতারা সংসদ আক্রমণের ২২ বছর পূর্তিতে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে এক মিনিট নীরবতা পালন করেন।