নিজস্ব সংবাদদাতা: এক বছর আগেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নতুন সংসদ ভবনের। প্রায় ১২০০ কোটি টাকা খরচ করে তৈরি হয় নতুন পার্লামেন্ট হাউস। অথচ বছর ঘুরতেই তার অবস্থা দেখে হতবাক অনেক সাংসদই। দিল্লির ভারী বর্ষণের জেরে পার্লামেন্টের ছাদ থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে জল। আর সেই ভিডিওই এখন ভাইরাল। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর এদিন একটি ভিডিও প্রকাশ্যে আনেন।
আর তার সাথেই লেখেন, “বাইরে পেপার লিক, ভিতরে ওয়াটার লিক। রাষ্ট্রপতি দ্বারা অনুমোদিত সংসদের লবিতে সাম্প্রতিক জল লিক হওয়ার ছবি, নতুন ভবনে জরুরী আবহাওয়ার স্থিতিস্থাপকতার সমস্যাগুলিকে তুলে ধরেছে। মাত্র এক বছর পরেই সংসদ ভবনের এই পরিণতি”। লোকসভায় এই ইস্যুতে এদিন মুলতবি প্রস্তাবও পেশ করেছেন কংগ্রেস সাংসদ।