নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে মুসলিম সংরক্ষণ নিয়ে পার্লামেন্টে তুমুল হট্টগোল শুরু হয় আজ। সংসদের উভয় কক্ষের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই ট্রেজারি বেঞ্চের সদস্যরা কর্ণাটকে মুসলিম সংরক্ষণের বিষয়ে বিরোধীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হট্টগোলের কারণে লোকসভার কার্যক্রম ১২টা পর্যন্ত এবং রাজ্যসভার কার্যক্রম দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা হয়।
/anm-bengali/media/post_attachments/content/dam/tata/images/newsroom/business/desktop/central_vista3_banner_desktop_1920x1080-766024.jpg)