ক্ষিদের জ্বালা! নয় দিনের শিশুকে বিক্রি করে দিল বাবা-মা

ওড়িশার বালাসোরে এক দম্পতি তাদের ৯ দিনের শিশু পুত্রকে বিক্রি করার অভিযোগ উঠেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Child


নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালাসোরে এক দম্পতি তাদের ৯ দিনের শিশু পুত্রকে ময়ুরভঞ্জ জেলার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দারিদ্র্যের কারণে ওই দম্পতি তাদের সন্তান বিক্রি করে। বাস্তা থানার সীমানার অন্তর্গত হাদামৌদা গ্রামে ধর্মু বেহেরা এবং তার স্ত্রী শান্তিলতার বাড়িতে স্থানীয়রা নয় দিন বয়সী শিশুটিকে খুঁজে পায়নি। এরপরেই প্রতিবেশীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। 

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিলতা দেবী ১৯ ডিসেম্বর বারিপাড়ার পণ্ডিত রঘুনাথ মুর্মু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন। তিন দিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে নবজাতক বাড়িতে পৌঁছায়নি। গ্রামবাসীদের সন্দেহ যে দম্পতি দারিদ্রতার এর কারণে শিশুটিকে বিক্রি করেছে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এবং শিশু কল্যাণ কমিটি, ময়ূরভঞ্জ যৌথ তদন্ত শুরু করেছে। 

ময়ূরভঞ্জ জেলার সাইনকোলা ব্লকের অন্তর্গত মানিচা গ্রামের নিঃসন্তান দম্পতির কবল থেকে শনিবার শিশুটিকে উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে।  শান্তিলতা এবং যে পরিবার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছিল তারা উভয়েই নবজাতকের বিক্রি বা কেনার অভিযোগ অস্বীকার করেছে। নিঃসন্তান দম্পতিকে শিশুটি দান করেছেন বলে দাবি করেছেন শান্তিলতা ও ধর্মু। ওডিশার বোলাঙ্গির জেলায় নভেম্বরে একই রকম একটি খবর পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রে দারিদ্র্যের কারণে ছত্তিশগড়ের রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতককে তার বাবা-মা বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছিল।